• খেলাধুলা

আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন এমবাপ্পে

  • খেলাধুলা
  • ০৪ জুন, ২০২৪ ১০:৫৪:১০

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ- সম্ভবত ফুটবল দুনিয়ার সবচেয়ে নাটকীয় দলবদলের ঘটনা। অবশেষে কয়েক মৌসুম ধরে চলা এই দলবদল নাটকের অবসান হলো। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে দেওয়া দুই লাইনের এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে নাম লিখিয়েছেন এমবাপ্পে।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে রিয়ালের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে যায় এমবাপ্পের। এরপর মে’তে এক ভিডিও বার্তায় এমবাপ্পে জানিয়ে দেন, ২০২৩-২৪ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে প্যারিস ছাড়বেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে নামটা যখন ফুটবল দুনিয়ায় প্রথম আলোচনায় আসে, তখন থেকেই রিয়ালের নজর ছিল তার দিকে। মোনাকোর তরুণ এমবাপে পিএসজিতে পাড়ি জমিয়েছেন বছর সাতেক আগে। এরপর থেকে তাকে সান্তিয়াগো বার্নাবুতে আনার জোর চেষ্টা চলে। ২০২১ সালে তো তার জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে বসে রিয়াল।

কিন্তু পিএসজি সে সময় তাকে ছাড়তে চায়নি, এমবাপ্পে বেশ কিছুটা সময় দ্বিধাদ্বন্দে থাকার পর শেষ পর্যন্ত প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়ালের প্রস্তাব দ্বিতীয়বারের মতো আর ফিরিয়ে দিতে পারেননি এমবাপ্পে। রিয়ালে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত এমবাপ্পে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে বছরে ১৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯০ কোটি টাকারও বেশি আয় করবেন এমবাপ্পে। এছাড়া নিজের ছবিসত্ত্বের একটা অংশও তার কাছে সংরক্ষিত থাকবে।

ইউরোর আগেই সান্তিয়াগো বার্নাবুতে এমবাপ্পে ঘটা করে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য ( ০)





  • company_logo