• সমগ্র বাংলা

চাটমোহরে কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য সমলয় ধান কর্তণ

  • সমগ্র বাংলা
  • ০৩ জুন, ২০২৪ ১৫:৩৯:০১

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরোধান (হাইব্রিড) ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। 

পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে যন্ত্রের সাহায্য এ ধান কর্তণের উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, সুর্পীম সীডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম, টেরিটরি ম্যানেজার মিজানুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, ইউপি সদস্য হাসিনুর রহমান, কৃষক নাইম হোসেন প্রমূখ।

উল্লেখ্য, পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকে সমলয় কার্যক্রমের আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে যন্ত্রের সাহায্য ধান রোপণ করা হয়। যার চারা তৈরি করা হয়েছিল ট্রে দ্বারা এবং কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য ধান কর্তন করা হয়। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস। 

মন্তব্য ( ০)





  • company_logo