• সমগ্র বাংলা

কুড়িগ্রামে দূর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০২ জুন, ২০২৪ ১৮:০৪:৩৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "রুখবো দূর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দূর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার(২ জুন) শেখ রাসেল পৌর অডিটরিয়ামে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন।

গণশুনানিতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ আক্তার হোসেন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের দূর্নীতি দমন কমিশনের পরিচালক তালবুর রহমান, কুড়িগ্রাম দূর্নীতি দমন কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিন সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ।

দূর্নীতি দমন কর্তৃক ১৬৬ তম গণশুনানিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন এবং প্রধান অতিথি তাদের অভিযোগ শুনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য ( ০)





  • company_logo