ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ২০২৪ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় ৬৯ টি বিদ্যালয়ের ৩৭২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ৩৩৮ জন মাধ্যমিক, ৩১ জন মাদ্রাসা এবং ৩ জন ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)