• স্বাস্থ্য

মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • স্বাস্থ্য
  • ০১ জুন, ২০২৪ ১৪:১২:০৮

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে শনিবার (১ জুন) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনে দেশব্যাপী ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসেবে মাগুরা জেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইণ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় মাগুরা পৌরসভা চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসাইন, মাগুরা সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আফজাল হোসেন, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাগুরা জেলায় মোট ৯৪০ টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৫৯৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এ কর্মসুচি বাস্তবায়নে জেলায় মোট ২ হাজার ২৭১জন কর্মী নিয়োজিত থাকবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে ৬-৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল পাবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ।

দেশব্যাপী প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই ক্যাপসুল খাওয়াবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভরপেটে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।

মন্তব্য ( ০)





  • company_logo