• স্বাস্থ্য
  • লিড নিউজ

ভিটামিন এ ক্যাম্পেইনে দিনাজপুরে প্রায় ৪ লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ৩০ মে, ২০২৪ ১৪:৩৯:৫০

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দেশব্যাপি চলমান জাতীয় ভিটামিন "এ"প্লান ক্যাম্পেইনে দিনাজপুরে ফ্রীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে স্বাস্হ্য বিভাগ।  ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সাফল্য হিসেবে ২০১৯ সাল থেকে দেশে নতুন করে কোন রাতকানা রোগী চিহ্নিত হয়নি বলে দাবি করেছেন স্বাস্হ্য কর্মকর্তারা।

এব্যাপারে আজ বৃহস্পতিবার গন মাধ্যমকর্মীদের জন্য আয়োজিত কর্মশালার বিস্তারিত তথ্য জানা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরিফ, স্বাস্হ্য শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

সিভিল সার্জন জানান, আগামী ১ লা জুন দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন পালন করা হবে। এসময় দিনাজপুরে ৬ থেকে ১১ মাস বয়সি ৪৩ হাজার ১০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৪২ হাজার ৩৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় ২ হাজার ৬১৬ টি কেন্দ্রে ৫ হাজার ৮৮০ জন কর্মীকে নিয়োজিত করেছেন তারা।ক্যাম্পেইন সফল করতে মিডিয়াকর্মীদের সহযোগিতা চেয়েছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo