• খেলাধুলা

টি-টোয়েন্টিতে বাবর আজমের ৪ হাজার রান

  • খেলাধুলা
  • ৩১ মে, ২০২৪ ১২:০০:৪৮

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ ম্যাচে একটি উল্লেখযোগ্য মাইলফলক ছুঁয়েছেন।

বাবর আজম প্রথম পাকিস্তানি ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান করেছেন। বাবর ১১২টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৪ হাজার ২৩ রান। তার ওপরে রয়েছেন ভারতে ক্রিকেটার বিরাট কোহলি, তার সংগ্রহ ১০৯ ম্যাচে ৪ হাজার ৩৭ রান।

এছাড়া বাবরই একমাত্র অধিনায়ক যিনি টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০০ রান করেছেন। এই অর্জন তাকে শুধুমাত্র একজন শীর্ষ খেলোয়াড় হিসেবেই নয়, একজন নেতা হিসেবেও তার আলাদা মর্যাদা তৈরি করেছে; যিনি ধারাবাহিকভাবে তার দলের সাফল্যে অবদান রেখে যাচ্ছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময় পাকিস্তান ২-১ ব্যবধানে জয় পায় যেখানে বাবর সবচেয়ে সফল টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আরেকটি রেকর্ড গড়েন।

মন্তব্য ( ০)





  • company_logo