• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ মে, ২০২৪ ২২:০৫:৩২

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জয়পুরহাট থেকে দিনাজপুরে ইয়াবার চালান নিয়ে আসার পথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে স্বামী স্ত্রী ধরা পড়েছে৷ আজ বৃহস্পতিবার আটক ওই দম্পতির কাছে ১৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান‌, গোপন সংবাদের ভিত্তিতে আজ  দুপুরে জেলা সদরের শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় একটি পাম্পের সামনে একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্মকর্তারা । এসময় আটক নারীর হাত ব্যাগ এবং তার স্বামীর প্যান্টের পকেট থেকে ১৫শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন তারা।

আটক শাহাদাত হোসেন জয়পুরহাট জেলা সদরের সানোয়ার হোসেনের ছেলে। জান্নাতুন ফেরদৌসী তার স্ত্রী।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo