• বিনোদন
  • লিড নিউজ

পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইরা শিকদারের 'ময়নার শেষ কথা'

  • বিনোদন
  • লিড নিউজ
  • ২৩ মে, ২০২৪ ১৫:২৫:৪৪

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ গ্ল্যামারাস মডেল ও  চিত্রনায়িকা ইরা শিকদার ২৪ মে পর্দায় আসছেন। ওইদিন মুক্তি পাচ্ছে এই সুন্দরী নায়িকার পঞ্চম ছবি 'ময়নার শেষ কথা'। এই ছবির অন্যতম প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে ইরা শিকদার অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো পুড়ে যায় মন, মিলন সেতু, বেগমজান এবং টোকাই। 

ময়নার শেষ কথা ছবিতে অভিনয় প্রসঙ্গে ইরা শিকদার বলেন, ছবিটি বেশ আগে নির্মাণ হলেও দেরিতে মুক্তি পেলো। তবুও আমি অনেক খুশি যে, ছবিটি দিয়ে আবার আমি পর্দায় আসছি। এই ছবিতে আমি দারুন একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্র দর্শক- ভক্তদের ভালো লাগবো বলে আমি বিশ্বাস করি। 

জানা গেছে, বাবু সিদ্দিকীর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ময়নার শেষ কথা ছবির সংলাপ ও গীত রচনা করেছেন প্রয়াত বিজ্ঞাপনচিত্র ও নাট্য নির্মাতা আহমেদ ইউসুফ সাবের। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আশরাফ, জে কে মজলিশ, মহিদুল ইসলাম মন, মাহবুব মিনেল। চিত্রগ্রহণ করেছেন এস এম আজাহার, সম্পাদনায় মনির হোসেন আবুল। 

ইরা শিকদার জানান, এই ছবিতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সাখাওয়াত সাগর, সানাই মাহবুব, রাসেল মিয়া, অরুণা বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, প্রয়াত সাদেক বাচ্চু, পীরজাদা শহীদুল হারুন।

মন্তব্য ( ০)





  • company_logo