• বিনোদন

এবারই প্রথম র‍্যাম্পে চিত্রনায়িকা শিরিন শিলা

  • বিনোদন
  • ১০ জুন, ২০২৪ ১১:১৬:০৪

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা শিরিন শিলা। শুটিং – ডাবিং ও সামাজিক অনুষ্ঠানের ব্যস্ততার মাঝে নতুন এক অভিজ্ঞতা হয়েছে তার। প্রথমবার হেঁটেছেন র‍্যাম্পে। শুক্রবার (৭ জুন) ঢাকার অভিজাত লা মেরিডিয়ান হোটেলে জমকালো সন্ধ্যায় তাকে দেখা গেছে মঞ্চে। ট্র্যাডিশনাল লুকে নজর কেড়েছেন শিলা। 

এ প্রতিবেদককে শিরিন বললেন, আগে কখনও র‍্যাম্পে হাঁটিনি। ঢাকা ফ্যাশন ডে’র উদ্যোক্তা পিয়াল হোসেন বললেন তিনি নায়িকাদের র‍্যাম্পে হাঁটাবেন। আমাকেও সে সূত্রে তিনি র‍্যাম্পে হাঁটতে বলেন। এবারই প্রথম র‍্যাম্পে হাঁটলাম। 

শিরিন শিলাকে দেখা যায় জমকালো সাজে। ভারি অলঙ্কার ও কাতান শাড়িতে তার সৌন্দর্য বেড়ে গিয়েছিল বহুগুণ। চিরচেনা মিষ্টি হাসিতে দোলা দিয়েছেন দর্শক – ভক্তদের হৃদয়ে। 
শিলা এ প্রসঙ্গে বলেন, ট্র্যাডিশনাল লুকে ছিলাম। ভালো লাগছে। সবাই প্রশংসা করছে। আগামীতে ভালো কোনও অফার আসলে চেষ্টা করবো।

উল্লেখ্য, শিরিন শিলা সম্প্রতি শেষ করেছেন ওয়েব ফিল্ম ‘স্বয়ম্বর’ – এর শুটিং। ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’ – এর অর্ধেক শুটিং শেষ হয়েছে। ডাবিং শেষ করেছেন ‘ভালোবাসি তোমায়’ ছবির। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত পাঁচটি ছবি।

মন্তব্য ( ০)





  • company_logo