• বিনোদন

আরও সন্তান নিতে চান আলিয়া!

  • বিনোদন
  • ১২ অক্টোবর, ২০২৪ ১২:৫৪:৫২

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ মাত্র ২৯ বছরে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু মাতৃত্ব তার ক্যারিয়ারে প্রভাব ফেলে নি। বরং অন্তঃসত্ত্বা অবস্থাতেই হলিউডের অ্যাকশন ছবির শ্যুটিং সেরেছেন তিনি; মা হওয়ার মাস কয়েকের মধ্যেই ফিরেছেন ছবির সেটে।

সম্প্রতি আলিয়া ভাট তার ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিক থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অকপট কথা বলেছেন। 

আইএমডিবির আইকনস অনলি সেগমেন্টের এক সাক্ষাৎকারে ‘আরও বাচ্চা’ নেওয়ার ইচ্ছার কথা জানান আলিয়া ভাট। এও জানান, তার অভিনীত ছবিতে মেয়ে রাহাকে দেখাতে চান তিনি।

আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, বড় হয়ে রাহাকে আপনার কোন সিনেমা তিনি দেখতে চান? উত্তরে আলিয়া বলেন, ‘সম্ভবত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতেই; কারণ এটি সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে শীতল চলচ্চিত্র যা বাচ্চারা দেখতে পারে।’

মন্তব্য ( ০)





  • company_logo