• উদ্যোক্তা খবর

রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিষ্কারে একহাজার যুবক

  • উদ্যোক্তা খবর
  • ১১ মে, ২০২৪ ১৩:৫৭:০১

ফাইল ছবি

রংপুর ব্যুরো: আজ থেকে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করাসহ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে-রংপুর সিটি কর্পোরেশন।একযোগে খালের পাঁচ কিলোমিটার পরিষ্কার-পরিচ্ছনতা করার মধ্য দিয়ে শ্যামাসুন্দরী পুনরুজ্জীবন ও সচল রাখার কার্যক্রম শুরু করছেন।

শ্যামাসুন্দরী খাল পরিস্কারে উদ্বোধন করেন নগরীর  চেকপোষ্ট এলাকায়  রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান।মেয়র বলেন আজ থেকে পরিষ্কার-পরিচ্ছনতা দূষণ রোধ ও পুনরুজ্জীবন করা হচ্ছে খালটি।এই খালটি পরিস্কারে প্রায় এক হাজার বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠণের সদস্য কাজ করছেন।এর আগে রংপুর স্টেডিয়ামে শপথ বাক্যপাঠ করার রংপুর বিভাগীয় কমিশনার সংগঠনটির সদস্যদের।পরে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পরিষ্কারে নেমে পরের সংগঠনের সদস্যরা।খালটি ময়লা আবর্জনার আর ভাগাড়ে পরিনত হয়েছে।দীর্ঘ দিন ধরে ভোগান্তি আর দুভোর্গে নগরবাসি।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরশনের মেয়র মোস্তাফিজার রহমান,বিভাগীয় কমিশনার মো; জাকির হোসেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো:মনিরুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo