ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে পানি প্রবাহ নিশ্চিত করতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে পৌরসভা কর্তৃপক্ষ দুই দফায় প্রায় ৪০ কোটি টাকা খরচ করছে। তবে, তাতে সুফল মেলেনি।
সামজিক সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় খালটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে শুক্রবার (১১ অক্টোবর) খালটি থেকে আবর্জনা অপসারণে কাজ শুরু করেন সংগঠনটির ৩৬০ জন কর্মী। স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ সকাল সাড়ে ১০টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ও পৌরসভার প্রশাসক সানজিদা জেসমীন, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, পৌরসভার সচিব মো. বজলুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সাইফুল ইসলামসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)