• প্রশাসন

মাগুরা জেলা পুলিশ কর্তৃক হারানো মোবাইল উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর

  • প্রশাসন
  • ০২ এপ্রিল, ২০২৪ ১১:৫০:৫৯

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল( সিসিআইসি) কর্তৃক হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে। মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার)এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন জিডি মুলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মার্চ-২০২৪ মাসে মাগুরা জেলায় হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন  উদ্ধার করতে সক্ষম হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) অমৃত কুমার বিশ্বাস।

এসআই(নিঃ) কাজী এহসানুল হক  এবং এসআই(নিঃ) রাকিবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাগুরা থেকে হারিয়ে যাওয়া, ১৭ টি মোবাইল ফোন  উদ্ধার করতে সক্ষম হয়। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo