ফাইল ছবি
বিনোদন ডেস্কঃ নিজেদের অষ্টম অ্যালবাম নিয়ে ব্যস্ত দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। 'বাতিঘর' নামের এ অ্যালবামে থাকবে ১০টি গান। মিউজিক ভিডিও আকারে আসবে গানগুলো। এরই মধ্যে টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে। বাকি গানগুলোর ভিডিওর শুটিং চলছে। বাতিঘর ও 'এই অবেলায় ২' ছাড়াও এ অ্যালবামের উল্লেখযোগ্য দুটি গান 'জানে না কেউ' ও 'প্রিয়তমা'। গান দুটির শুটিং করতে শিরোনামহীন পৌঁছে গেছে ভারতে। তুষারাবৃত পর্বত প্রদেশ হিমাচলে চলছে শুটিং। জানা গেছে, দুই গানের শুটিং করতে সেখানে ১২ দিন অবস্থান করবেন শিরোনামহীনের সদস্যরা। জানে না কেউ ও প্রিয়তমা গানে মডেল হিসেবে দেখা যাবে সিফাত আমিন ও জান্নাতুল বিস্মিকে। শিরোনামহীনের মডেল জান্নাতুল বিস্মি যাকে মিডিয়া জগতের নতুন মুখ বলা যায় এবং তাকে এইবার মিডিয়া জগতে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে ।
নাটক থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ভিডিও, বিজ্ঞাপনেও তাকে দেখা গিয়েছে কিন্তু এই প্রথম সে শিরোনামহীন ব্যান্ডের নতুন অ্যালবামের ভিডিও গানের মডেল হিসেবে কাজ করছে। সে বাংলাদেশের নাগরিক হলেও পড়ালেখার জন্য কানাডা থাকে এবং সেখানে মনোবিজ্ঞান বিভাগে অনার্স করছে, এরই ফাকে দেশে এসে সে এবার বিপুল পরিমাণে কাজ করে সাড়া ফেলে দিয়েছে। তার ভাষ্যমতে সে পড়ালেখার পাশাপাশি মিডিয়াতে কাজ করতে খুবই পছন্দ করে এবং মানুষ তার কাজগুলোকে পছন্দ করে বিধায় সে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরো কাজ করতে আগ্রহী প্রকাশ করছে। সর্বশেষ এখন শিরোনামহীন ব্যান্ডের মতো একটি বড় ব্যান্ডের নতুন অ্যালবামের জন্য সে মডেল হিসেবে কাজ করছে এবং গান দুইটি ঈদের পর প্রকাশ পাচ্ছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)