ছবিঃ সিএনআই
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস চাপায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী সালমান আজাদী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উজানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন।
সালমান আজাদী ছাড়াও অটো রিকশার চালক শরিফুল ইসলাম ও রুবাইয়াত তাসনীম নামে এক শিশু নিহত হয়েছে বলে জানা যায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, সকালে উজানপাড়ায় মাদানি সিএনজি পাম্প সংলগ্ন মহাসড়কে একটি বাস ইউটার্ন নেয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে চাপা পড়ে।
এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক শরিফুল ইসলাম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমান আজাদি মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান উল্লেখ্য, সালমান আজাদী বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)