ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক: উপমহাদেশের জনিপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় আসছেন। সামাজিক মাধ্যমে এ খবর গায়ক নিজেই দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ১২ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, নিজের ছবি যুক্ত করে ছবির ওপরে লেখা, ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।
ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। আতিফ পাকিস্তানের গায়ক হলেও উপমহাদেশে তার পরিচিতি বলিউডের মাধ্যমে। বি-টাউনে তার বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হলে উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৫ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত অসংখ্য হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন আতিফ। আতিফের বলিউড যাত্রা থেমে গিয়েছিল নিষিদ্ধাদেশের মাধ্যমে।
এদিকে গত মাসে ফের বলিউডের জন্য একটি গানে কণ্ঠ দেন তিনি। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য গানটি। তবে এ খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু করে দেশটির সাম্প্রদায়িক গোষ্ঠী । এরমধ্যে অন্যতম ছিল রাজ ঠাকরের দল নবনির্মাণ সেনা।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)