• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১০ মার্চ, ২০২৪ ১৫:১৭:৫৬

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৯ মার্চ) রাতে যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার কৃঞ্চপুর দড়িপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র আব্দুল মালেক মিয়া(৩৫), জঙ্গলদী এলাকার মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন(২৫) ও মোহাম্মদ আলীর পুত্র মামুন মিয়া(৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খেওয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার(১০ মার্চ) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মুশাহেদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo