ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিটি কম্পিউটারেই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। অনেকে একে ডিজিটাল অ্যাড্রেসও বলেন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিলেই আইপি অ্যাড্রেস তৈরি হয়। এর পুরো নাম ‘ইন্টারনেট প্রোটোকল’। আইপি অ্যাড্রেস খুঁজে বের করার নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমটা শুনে জটিল মনে হতে পারে, কিন্তু আদতে খুব সহজ।
আইপি অ্যাড্রেস খুঁজে বের করবেন যেভাবে-
>> প্রথমে কম্পিউটার চালু করে ইন্টারনেট অন করুন।
>> এবার উইন্ডোজ ইউজাররা ‘cmd’ টাইপ করে এন্টা অপশনে ক্লিক করলেই কম্যান্ড প্রম্পট খুলে যাবে।
>> কম্যান্ড প্রম্পটে ‘ipconfg’ টাইপ করে এন্টার বাটনে ক্লিক করতে হবে। বেশ কিছু তথ্য সামনে আসবে।
>> এখান থেকে ইউজার যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন তার ‘IPv4’ বা ‘IPv6’ অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। সেটাই ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)