ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ও যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী আসন্ন ভোটে কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন মিমি? মিমি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, আমি সে দিনও যা বলেছি, এখনো তা-ই বলছি। এরপর কী হবে, সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে।
ভারতের তৃণমূল সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেছেন। এ প্রসঙ্গে দলনেত্রীকে চিঠিও দিয়েছেন মিমি। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে মিমিকে নিয়ে আলোচনার সূত্রপাত।
গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে মিমি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’
রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেও স্বাভাবিক গতিতে নিজের অভিনয় চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বর্তমানে তিনি কলকাতায় ‘আলাপ’ সিনেমার শুটিং করছেন।
নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজের শিরোনামের উদাহরণ টেনে বলেন, আমি এখন ‘যাহা বলিব সত্য বলিব’ মুডে রয়েছি। সাময়িক কোনো মুহূর্তের কথা ভেবে আমি কথা বলি না। যা বলি খুব ভেবে-চিন্তেই বলি।
অভিনেত্রী জানান, সাধারণ মানুষের কাছে অভিনেত্রী হিসেবেই তার প্রাথমিক পরিচিতি। এখন তার কাজের চাপ অনেক বেশি। তাই অভিনয়কে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত।
আগামী মাসে নতুন একটি সিনেমার শুটিং শুরু হবে মিমির। গুঞ্জন রয়েছে- সিনেমাটি বাংলাদেশি। সেখানে মিমির বিপরীতে থাকবেন সুপারস্টার শাকিব খান।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)