• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান 

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:১১:০৩

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামের তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামের তিন ফসলি জমিতে এক্সেভেটর (ভেকুমেশিন) দিয়ে অবৈধভাবে পুকুর খননের সময় অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে এক্সেভেটরের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। খননের কাজে ব্যবহৃত এক্সেভেটরের ইঞ্জিনের ব্যাটারি জব্দ করা হয়।

তিনি আরও জানান ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo