• খেলাধুলা

দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

  • খেলাধুলা
  • ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৪৩:৪৩

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে শনিবার। এখন দলগুলোর গন্তব্য চট্টগ্রামে। ১৩ ফেব্রুয়ারি থেকে সেখানে শুরু হবে বিপিএলের পরের পর্ব। ওই পর্বে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি বাস।

সেখানে অবশ্য কোনো ক্রিকেটার বা কোচ ছিলেন না। ফ্র্যাঞ্চাইজিটির মালামাল সরবরাহ করা বাস সীতাকুণ্ডে গিয়ে লড়ির ধাক্কা খায়। তাতে ওই বাসে থাকা কেউই হতাহত হননি।   

আজই চট্টগ্রামে যাচ্ছেন চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। ঢাকা থেকে বিকেল চারটার ফ্লাইটে যাবেন তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে চট্টগ্রাম। ঘরের মাঠে সবমিলিয়ে চারটি ম্যাচ খেলবে তারা। 

 

মন্তব্য ( ০)





  • company_logo