• অপরাধ ও দুর্নীতি

কৃষি জমিরে মাটি কাটার দায়ে আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৪০:৫৮

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। (০৬ফেব্রুয়ারি)মঙ্গলবার গভীর রাত ১১ টা থেকে আজ রাত ৪ টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে খাগরিয়া, কাঞ্চনা এবং ঢেমশা ইউনিয়ন হতে  উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় পাঁচজনকে দুটি ডাম্পার সহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন, (১) মো: আরফাত (২৮), পিতা- মো: কামাল, দক্ষিণ চরতী, সাতকানিয়া, (২) তৌহিদুল আলম বাবুল (৪৩), পিতা- মৃত তোফাইল আহমদ, নতুন চরখাগরিয়া, ১নং ওয়ার্ড, সাতকানিয়া, (৩) মো: ছিদ্দিক (৫০), পিতা- মৃত আব্দুল মজিদ, হাসেমপুর, ৮নং ওয়ার্ড চন্দনাইশ, (৪) মো শাহাদত (২০), পিতা- মো বাবুল, মাইজদী, ৫ নং ওয়ার্ড, নোয়াখালী সদর (৫) মোং আজম গীর (৩২), পিতা- আমির হামজা, উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ড, ঢেমশা, সাতকানিয়া, চট্টগ্রাম 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।  মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo