• তথ্য ও প্রযুক্তি

এবার হিরো আনছে নতুন ম্যাক্সি স্কুটার

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৯ জানুয়ারী, ২০২৪ ১৩:৩০:৩৯

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার হিরো মটোকর্প আনলো ম্যাক্সি স্কুটার। সংস্থার বহুল প্রতীক্ষিত হিরো জুম ১৬০ স্কুটার এলো বাজারে। হিরো ওয়ার্ল্ড ২০২৪-এ এই স্কুটার সামনে এনেছে সংস্থা। বড় স্কুটারের বাজারে এটি সংস্থার প্রথম প্রোডাক্ট। যেখানে বাইকের সমান শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে।

স্কুটারটির সামনে রয়েছে বড় উইন্ডস্ক্রিন, ভি শেপ হেডলাইট যা সাধারণত অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে পাওয়া যায়। রয়েছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্লোরবোর্ড। পা রাখার জন্য অনেকটা লেগ স্পেস রয়েছে। স্কুটারটির পেছনে একটি বক্সও রাখতে পারবেন। যেখানে ফার্স্ট এইড রাখতে পারেন রাইডার।

নতুন স্কুটারটির ইঞ্জিনের ক্ষেত্রে পাবেন ১৫৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। টেলিস্কপিক ফর্ক সাসপেনশন থাকবে ভারসাম্যর জন্য। সেরা ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক। থাকতে পারে অ্যান্টি লক ব্রেকিং বা এবিএস ও টায়ার মিলবে ১৪ ইঞ্চির।

এর ফিচার্স থাকবে এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং, স্মার্ট কি ইত্যাদি। কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে পারে এই স্কুটারটি। দাম হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ ৩ হাজার রুপি (এক্স-শোরুম)।

মন্তব্য ( ০)





  • company_logo