ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৬ টি চিরকুট ও মিটার কাটার কাচি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কাহালুর নহরাপাড়ার মৃত গোফফার সরদারের ছেলে ওমর ফারুক (২১) ও শিলকহোরের মৃত আলী মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (৪০)।
বুধবার র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট গ্রামের বাসীন্দা বেলালুর রহমানের গভীর নলকূপের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি যায়। এই সময় দুর্বৃত্তরা মিটার ফেরত দেওয়ার জন্য তার কাছে চিরকুটের মাধ্যমে বিকাশে টাকা দাবি করেন। বেলালু কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরে তদন্তে নামে র্যাব। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। কৌশলে তারা চিরকুট লিখে টাকা দাবি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)