ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে প্রথম যুব বিশ্বকাপ জিতেছিল। আবারও সেই দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে আজ কঠিন প্রতিপক্ষ ভারত। ব্লয়েমফনটেইনে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচ। এ-গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেন মাহফুজুর রহমান রাব্বিরা। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গেছে দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর বলেন, ‘আমরা সাধারণ একটা ম্যাচের মতো করে খেলতে চাই। আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে, ২৬ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)