• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় নৌপথে পাচারকালে ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৭ জানুয়ারী, ২০২৪ ২২:৪৭:২৭

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর নৌপথে অবৈধভাবে পাচারকালে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলায় যমুনা নদীর ভান্ডারবাড়ি ঘাট এলাকা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর খাসরাজবাড়ি চর এলাকার ঘাট থেকে নৌকায় করে ৪০ বস্তা চাল আনা হয়।

পথিমধ্যে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ঘাটে চালের বস্তাগুলো নৌকা থেকে নামিয়ে ভটভটি বোঝাই করতে থাকে পাচারকারী চক্র। এ সময় চালের বস্তাগুলো দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে নদীর তীরে ৪০ বস্তা চাল ফেলে রেখে পাচারকারীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo