• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহ ডিবির অভিযানে গ্রেফতার-১

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৫ জানুয়ারী, ২০২৪ ২২:০৯:৩২

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের পুলিশ সুপার ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য  গত ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৫ টার সময় পাগলা থানাধীন খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পার্শ্বে টোল বক্স এর সামনে চেকপোষ্ট পরিচালনাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে বিধি মোতাবেক দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে ১টি রিভলবার, ১টি একনালা বন্দুক।

রিভলবারের ৪ রাউন্ড গুলি ও বন্দুকের ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃত আসামীর নাম মোঃ হাবিবুর রহমান হবি (৪৮)। ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ০৩টি মামলা রয়েছে। সে খুনসহ ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। উক্ত আসামী দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য ( ০)





  • company_logo