ফাইল ছবি
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখার মিশনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কাল মাঠে নেমেছিল জাভি হার্নান্দেজেরদ দল। ওসাসুনার বিপক্ষে ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করেছে কাতালানরা, শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ২-০ গোলের জয় নিয়ে। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।
সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে আধিপত্য ছিল বার্সেলোনার। শুরু থেকেই তুমুল আক্রমণ শাণিয়েছে জাভির দল। ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার এক সুযোগও পেয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত সেবার গোলের দেখা মিলেনি।এরপর ম্যাচের ২৮ মিনিটে আরও এক সুযোগ হারান সের্হিও রবার্তো।
জুল কুন্দের বাড়িয়ে দেয়া বলে শট নিলেও লক্ষ্যেরাখতে পারেননি তিনি। বারবার সুযোগ হারানোয় শেষ পর্যন্ত গল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও কাল আক্রমণের আধিপত্য বজায় রেখেছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় প্রথম গোলের দেখা মিলে কাতালানদের। ইকায় গুন্দোয়ানের বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শট নিয়ে ডেডলক ভাঙেন রবার্ট লেভানডভস্কি।
এরপর ব্যবধান বারানোর আরও কয়েকটি সুযোগ পায় বার্সা, তবে গলের দেখা মিলেনি। ওদিকে পাল্টা আক্রমণে ওসাসুনাও বার্সার রক্ষণে ভয় ধরিয়েছে বেশ কয়েকবার। তবে শেষ পর্যন্ত কাতালান গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।এদিকে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্সার হয়ে ব্যবিধান বারান লামিনে ইয়ামাল। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাহে ছাড়ে জাভির দল। শিরোপা ধরে রাখার মিশনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে আগামী রোববার নামবে বার্সেলোনা।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
মন্তব্য ( ০)