ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে প্রথমবারের মতো দোতলা ছাদ খোলা ট্যুরিস্ট বাস চালু করছে জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণকে আরও আনন্দময় ও গতিশীল করতে কক্সাবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা। তিনি বলেন, আগামী ১০ই জানুয়ারি থেকে এই দ্বিতল ছাদ খোলা ট্যুরিস্ট বাস সার্ভিসটি চালু হবে। এ সময় দেয়া বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটকদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে, এখানে মেরিন ড্রাইভ দিয়ে ৬টি স্থান পরিদর্শন করা যাবে দুইটি বাসে। প্রতিদিন সকাল ৯ টায় আর সাড়ে ১০ টায় লাবনী পয়েন্ট থেকে দুইটা বাস ছেড়ে যাবে। যার মূল্য খোলা ছাদে ৭০০ টাকা আর নিচ তলায় ৬০০ টাকা। পরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্বারকে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এবং বিআরটিসির পক্ষে কক্সবাজার ইউনিট প্রধান আজিজুল হক স্বাক্ষর করেন। এই ট্যুরিস্ট বাসের একটিতে রয়েছে ৫৬ টি আসন, আরেকটিতে ৭৫ টি আসন।
সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্যকেন্দ্রে এ ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে রা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ...
মন্তব্য ( ০)