• উদ্যোক্তা খবর

কালীগঞ্জে ডরপের দিনব্যাপী ওরিয়েন্টেশন

  • উদ্যোক্তা খবর
  • ২৮ নভেম্বর, ২০২৩ ১৩:০৭:১৯

ছবিঃ সিএনআই

গাজীপুর: মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবীতে সুশীল সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পৃয়রের (ডরপ) আয়োজনে গাজীপুরের কালীগঞ্জে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  
মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামের ২য় তলায় এ ওরিয়েন্টেশন হয়।

কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি মো. কামরুল ইসলাম, ডরপ কালীগঞ্জ মা সংসদ স্পিকার জান্নাতুন বেগম।

এ সময় ডরপের প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুবিনা ইসলাম, মিডিয়া অ্যান্ড এনগেজমেন্ট কোঅর্ডিনেটর সৈকত কবির শায়ক, কালীগঞ্জ উপজেলা শাখার ইনগেসমেন্ট অফিসার তরুণ কান্তি দাস প্রমুখ।

এতে স্থানীয় সুশীল সমাজের সদস্যগণ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ডরপ মা সংসদ ও যুব ফোরামের সদস্য, প্রান্তিক জনগোষ্ঠীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
 
ওরিয়েন্টেশনে অংশগ্রহনকারীরা তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনীর ওপর স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশ নেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

মন্তব্য ( ০)





  • company_logo