• উদ্যোক্তা খবর

পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগারের আয়োজনে দিনব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর
  • ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৪২:১৯

ছবিঃ সিএনআই

মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগারের আয়োজনে দিনব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) রাঙ্গুনিয়া কলেজ গেইটের বিপরীতে কুরকুমাইকুল সন্তোষ বাবুর ঘাটা সংলগ্ন কাপ্তাই সড়কের পাশে দিনব্যাপী এই আয়োজনে রক্তাক্ত ফাল্গুন, স্লোগান ও বায়ান্ন নামে তিনটি স্টলে বই বিক্রি করা হয়। 

যেখানে যথাক্রমে সর্বনিম্ন ৩০,৫০ টাকাসহ সর্বোচ্চ ১০০ টাকা মূল্যের প্রায় দুই হাজার বইয়ের সমৃদ্ধ ছিল। এছাড়া বইমেলা উপলক্ষে এদিন ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা।বইমেলা উপলক্ষে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পাঠশালা রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শিশির মোরশেদ ও মুহাম্মদ ইকবাল হোসেন জানান ,আমরা দ্বিতীয়বারের মত এই আয়োজন এবার বড় পরিসরে করেছি।  সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বইপ্রেমিদের মিলনমেলায় পরিপূর্ণ ছিল এই মেলা। ভবিষ্যতে আরও বড় পরিসরে করার ইচ্ছে রয়েছে বলে তারা জানান।

মন্তব্য ( ০)





  • company_logo