• উদ্যোক্তা খবর

চাটমোহরে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ০৫ এপ্রিল, ২০২১ ১৮:৪২:১৯

ছবিঃ সিএনআই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার চাটমোহরে সরকারি-বেসরকারি পর্যায়ে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। লকডাউনের প্রথম দিন সোমবার সকালে চাটমোহর পৌরসভার মেয়র অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো করোনা প্রতিরোধক কার্যক্রম জোরদার করতে মাঠে নামেন।

গণসচেতনতায় লিফলেট বিতরণ ও মাইকে প্রচার করা ছাড়াও তিনি সাবান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ তাঁর সাথে ছিলেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম সোমবার সকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

এদিকে,উপজেলা প্রশাসনের সহায়তায় চাটমোহর প্রেসক্লাব সোমবার ১ হাজার মাস্ক বিতরণ করেছে। প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ প্রেসক্লাবের সদস্যরা মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন।

মন্তব্য ( ০)





  • company_logo