• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষনকারী সন্ত্রাসী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান। এর আগে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পাঁচানী এলাকায় অভিযান চালায়। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেপ্তারের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান তিনি।

মন্তব্য (০)





image

ঝিনাইদহের চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হো...

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের...

image

নওগাঁয় ডাম্প ট্রাক চাপায় ৫ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জনে...

image

রুপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর...

image

দীর্ঘ ২২বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত রাণীনগরের শফিকপুর কারিগর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত অঞ্চল শফিকপুর। উ...

image

এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেটে রানার্সআপ পবিপ্রবির আইন ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

  • company_logo