ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মাদারগঞ্জ উপজেলার বালুর মাঠ হতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড় হতে বের হয়ে উপজেলার প্রধাব প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে বালিজুড়ি নুরুন্নাহার মার্কেটের সামনে শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মিছিলে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় স্বতন্ত্র এমপি প্রার্থীর বক্তব্যে কালে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন- ২০২৪ জুলাই বিপ্লবের পরে কিছু নেতার কারণে বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তার ধস নামছে। তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি। মেলান্দহ-মাদারগঞ্জ হবে শান্তি ও সম্প্রীতির জনপদ। দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর চাঁদাবাজির হাত থেকে এ অঞ্চলে নারী -পুরুষ বাঙালি ও বাঙ্গালি, মুসলিম- অমুসলিম নির্বিশেষে সবাইকে রক্ষা করতে আমি সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থেকেছি এবং আমৃত্যু পাশে থাকতে চাই ।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে তরুন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘কাপপিরিচ’ মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাটি খেকোদের কর্মকান্ডে অতিষ্ঠ ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে পুত্রবধু ছেনুয়ারা "র ...
পাবনা প্রতিনিধি : ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ...
বগুড়া প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর পর নিজের নির্বাচনী এলাকা...
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্য...

মন্তব্য (০)