• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঘরের মানুষের কাছে বলবার কিছু নেই: আম্মার আসনে এবার আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি- বগুড়ায় তারেক রহমান

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর পর নিজের নির্বাচনী এলাকায় ফিরে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “নিজের ঘরে এসে কী বলবো, নিজেই তাল হারিয়ে ফেলেছি। আমি ইমোশনাল হয়ে গেছি। ঘরের মানুষের কাছে বলবার কিছু নেই।”

বৃহস্পতিবার রাত ১২টা ২২ মিনিটে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯ বছর আগে দেশে থাকার সময় বগুড়ার মানুষের সঙ্গে কাজ করার স্মৃতি আজও তার মনে আছে। মানুষের প্রয়োজনে যা দরকার ছিল, তা সরকার নির্ধারিত আইন ও নীতিমালার মধ্যেই করার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।

বনানী-মাটিডালী সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন এবং গ্যাস সংযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “বগুড়া ছিল আমার কাছে একটি মডেল জেলা। বাকি ৬৩টি জেলা কিভাবে সাজানো যায়, তার পরিকল্পনা করতাম বগুড়াকে কেন্দ্র করেই।”

তিনি দাবি করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে যা যা প্রয়োজন, তার সবই বগুড়ায় ছিল এবং সে সময় তারা তা বাস্তবায়ন করতে পেরেছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে কি না, তা নির্ধারিত হবে। এজন্য সবাইকে সিরিয়াস ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সন্তান কিংবা প্রার্থী—যে পরিচয়েই বলা হোক না কেন, বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার সুযোগ প্রয়োজন। “১২ তারিখের নির্বাচনের পর সবই করা হবে” এমন প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের আস্থা সবচেয়ে বড় শক্তি।
২০০১ থেকে ২০০৬ সালের মতো বগুড়াকে আবার দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর শুধু বগুড়া নয়, পুরো দেশই বঞ্চিত হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য খাতে প্রকৃত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। দুর্নীতির টুটি চেপে ধরতে হবে।”
চাকরি মেধার ভিত্তিতে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, বগুড়ার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্য জেলা যেন বঞ্চিত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
তারেক রহমান বলেন, “আজ আমার কিছু দেওয়ার নেই, আমার কিছু চাওয়ার আছে। আপনাদের দোয়া চাই।” স্ত্রী ডা. জোবায়দা রহমানের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সবার পাশে থাকলেই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার মাটিতে পা রাখেন তারেক রহমান। জনসভায় যোগ দিতে শহরে প্রবেশের সময় সড়কের দু’পাশে অপেক্ষারত হাজার হাজার মানুষের সালাম গ্রহণ করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। মঞ্চে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। তারা প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত গণদোয়ায় অংশ নেন।

জনসভাকে কেন্দ্র করে বিকাল থেকেই আলতাফুন্নেছা খেলার মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এক নজর তারেক রহমানকে দেখতে অনেকেই আশপাশের উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন।বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে বগুড়ার বাকি ছয়টি আসনের বিএনপি প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জনসমাবেশ পরবর্তী তারেক রহমান সরাসরি চলে যান হোটেল নাজ গার্ডেনে। সেখানে রাত্রিযাপন করে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১১ টায় শুক্রবার হোটেল অডিটোরিয়ামে সকালে প্রথমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে ডা: জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করেন তিনি। মতবিনিময় করেন শিশু কিশোরদের সাথে, তাদের হাতে তুলে দেন ভালোবাসার উপহার।

পরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সাধারণ মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন তারেক রহমান। মসজিদ থেকে বের হয়ে সকলের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে চড়েন সবার আগে বাংলাদেশ প্রচারণা বাসটিতে। এরপর বাসে করেই বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মাটিডালি সড়ক ধরে বগুড়ার সীমানা পর্যন্ত রাস্তার দুই ধারে অপেক্ষমান হাজার হাজার মানুষের সাথে হাত নেড়ে সালাম বিনিময় করেন তারেক রহমান। পরে শিবগঞ্জের মহস্থানে অনুষ্ঠিত এক পথসভায় নেমে প্রধান সড়ক থেকেই তিনি শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে পৌঁছান মোকামতলা বন্দরে। বগুড়া ২ আসনে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের ব্যবস্থাপনায় সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন তারেক রহমান।
 

মন্তব্য (০)





image

ফরিদপুরে ভেকু পুড়ালো বিক্ষুব্ধরা, বিএনপিকে জড়িয়ে প্রোপাগা...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাটি খেকোদের কর্মকান্ডে অতিষ্ঠ ...

image

টেকনাফে পুত্র বধুর দায়ের কোপে শাশুড়ি নিহত

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে পুত্রবধু ছেনুয়ারা "র ...

image

‘ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’: মাওলানা...

পাবনা প্রতিনিধি : ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ...

image

মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শুভ”র কাপ পিরিচের সমর্থনে গ...

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪০...

image

টেকনাফে ২৫ হাজার পিচ ইয়াবা সহ আটক-১০

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্য...

  • company_logo