• সমগ্র বাংলা

এপিবিএনের অভিযানে ১৩০টি হারানো মোবাইল, নগদ অর্থ ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম সেলের অভিযানে জানুয়ারি ২০২৬ মাসে বিভিন্ন কোম্পানির ১৩০টি হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ১৬ হাজার ২৪০ টাকা এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক আইডি ও ১টি ই-মেইল আইডি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম সেল সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ভিকটিমদের পাঠানো জিডি কপি সংগ্রহ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন জেলার থানায় করা মোট ১৩০টি জিডির সূত্র ধরে এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

এছাড়া ভুলক্রমে নগদ একাউন্টে চলে যাওয়া অর্থ সংক্রান্ত একটি জিডির ভিত্তিতে অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি পৃথক জিডির প্রেক্ষিতে ৫ জন ভিকটিমের হ্যাক হওয়া ফেসবুক আইডি ও ১টি ই-মেইল আইডি পুনরুদ্ধার করা হয়।

পরবর্তীতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জিডির মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন, নগদ অর্থ এবং হ্যাক হওয়া আইডিসমূহ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২ এপিবিএনের পুলিশ সুপার (সহ-অধিনায়ক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অপারেশন, ইন্টেলিজেন্স ও সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়...

image

শিক্ষা-চিকিৎসা-কৃষিতে দুর্নীতি বন্ধ হলেই কাঙ্ক্ষিত উন্নয়...

রংপুর ব্যুরো : বাংলাদেশে দুর্নীতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে বল...

image

পাবনা ৫ আসনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত প্রার্থ...

পাবনা প্রতিনিধি : আচরণবিধি ভঙ্গ সহ নির্বাচনী অনিয়মের নানা অভিযোগে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ...

image

টেকনাফ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শাহজাহান চৌধুরীর মতবি...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রেসক্লাব ও কর্মর...

image

দিনাজপুরে বিজিবি'র ত্রয়োদশ নির্বাচনে নিরাপত্তায় প্রস্তুতি...

দিনাজপুর প্রতিনিধি : সীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত নিরাপত্তা...

  • company_logo