• সমগ্র বাংলা

জামিনে বেরিয়েই হুমকি! নিরাপত্তাহীনতায় রূপলালের পরিবার, থানায় অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত শ্বশুর-জামাতা রূপলাল দাস ও প্রদীপ লালের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদী ও নিহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।জামিনে বেরিয়ে আসা আসামিরা মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী।

এ ঘটনায় সোমবার (২৬ জানুয়ারি)তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।অভিযোগে ভারতী রানী (৩৬) জানান, গত বছরের ৯ আগস্ট তার স্বামী রূপলাল দাস ও ভাগ্নির স্বামী প্রদীপ লালকে পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ১০ আগস্ট তিনি বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্যপ্রযুক্তি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মো. রুবেল পাইকার(৩০) সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভারতী রানী। তিনি জানান, গত ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে তিনি ও তার ছেলে জয় রবিদাসকে দেখে রুবেল পাইকার মামলা প্রত্যাহারের জন্য সরাসরি হুমকি দেন।একইসঙ্গে মামলার আরেক আসামি সোহাগও বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

ভারতী রানী বলেন, “ন্যায়বিচারের আশায় মামলা করেছিলাম।কিন্তু এখন আমাদের জীবনই নিরাপদ না। মামলা তুলে না নিলে আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমার ছেলে বাইরে দোকান করে সংসার চালায়। এখন সেও খুব আতঙ্কে আছে। আমরা নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি।

নিহত রূপলালের ছেলে জয় রবিদাস বলেন, “আমার বাবাকে পিটিয়ে হত্যার ভিডিওতে রুবেল পাইকার ও সোহাগকে স্পষ্ট দেখা যায়। অথচ সোহাগ বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। নিজেরা ও লোকজন দিয়ে আমাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। রুবেল জামিনে এসে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাবার হত্যার বিচার চাওয়া কি আমাদের অপরাধ?”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. রুবেল পাইকার সব অভিযোগ অস্বীকার করে বলেন,এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। মামলায় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। আমরা কেন মামলা তুলে নিতে বলব? এতে আমাদের কী লাভ? আমি ওই নারীকে চিনি না, তার বাড়িতেও কখনও যাইনি।”

অন্যদিকে মামলার অপর আসামি সোহাগের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই প্রদীপ কুমার বর্মণ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য,গত বছরের ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রূপলাল দাস মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগ্নির স্বামী প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন তাদের গতিরোধ করে।একপর্যায়ে প্রদীপের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে একটি পানীয়ের বোতল ও কিছু ওষুধ পাওয়া যায়। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা দুজনকে বিদ্যালয় মাঠে নিয়ে নির্মমভাবে গণপিটুনি দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রূপলাল দাসকে মৃত ঘোষণা করা হয়। আর পরদিন ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপ লালের মৃত্যু হয়।ঘটনার পর আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবি এখন হুমকি ও আতঙ্কে ঢাকা পড়ে যাচ্ছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

মন্তব্য (০)





image

‎র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ‎

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামল...

image

বেনাপোলে বন্দর কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে ...

বেনাপোল প্রতিনিধি: অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে এবং পূনরায় চ...

image

লালমনিরহাটে হাঁ ভোটের প্রচারণায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণ...

image

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণকালে প্রতিবন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করা...

image

‎নির্বাচন উপলক্ষে কক্সবাজারে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠ...

কক্সবাজার  প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য  ত...

  • company_logo