• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর মো. ইমরান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে বাড়ির উত্তর পাশে এক প্রতিবেশীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইমরান ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, ইমরান বাক প্রতিবন্ধী ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

ইমরানের বাবা ইদ্রিস আলী জানান, রবিবার (২৫ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে ইমরান বাড়ির পাশের আলী উসমান তালুকদারের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে ইমরানের পরনের লুঙ্গি পড়ে থাকতে দেখা যায়।

এরপর স্থানীয়রা পানিতে নেমে পুকুরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় পরদিন ভোরে ময়মনসিংহ থেকে একটি ডুবুরিদল এসে অভিযান পরিচালনা করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডুবুরিদল মাত্র ১০ মিনিটের অভিযানে পুকুরের পানি থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল বলেন, আমাদের স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় ময়মনসিংহ থেকে ডুবুরিদল এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo