• সমগ্র বাংলা

দ্বিতীয়বার নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থীকে শোকজ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি: নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নওগাঁ-৬ আসনের ভোটের পরিবেশ। নির্বাচনী প্রচার কাজ নিয়ে এই আসনের বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র এই দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ঘটছে নানা রকমের অপ্রীতিকর ঘটনা।

অপরদিকে নির্বাচনী আচরণ বিধি মানার ক্ষেত্রে সকল প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা উদাসিন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো: রেজাউল ইসলাম রেজুকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

এর আগেও ১১ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণার অভিযোগে শেখ মো: রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিলো নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

দ্বিতীয় দফায় পাঠানো এই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো: রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। গত ১৬ জানুয়ারি রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ডুবাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় উপজেলার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বড়গাছা এলাকার সাদেকুল ইসলাম, হাকিম, লেবু, শাহিন ও আজাদসহ আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের সমন্বয়ক পাভেল রহমানের পথসভায় প্রতিরোধ করে অগ্নিসংযোগ করে তাদের বাঁধা প্রদান করেছেন। এছাড়া নির্ধারিত সময়ের আগেই ধানের শীষ প্রতীকের পোস্টার (হাম্বেল) বিলি করেছেন। বিধায় আপনার পক্ষে উপর্যুক্ত কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ মর্মে অত কমিটির নিকট প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়।

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ মো: রেজাউল ইসলাম রেজুর কাছে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (শেখ মো: রেজাউল ইসলাম রেজু) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১জানুয়ারি সকাল ১১ টায় নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

এ বিষয়ে কথা বলতে নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী শেখ মো: রেজাউল ইসলাম রেজুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

‎র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ‎

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামল...

image

বেনাপোলে বন্দর কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে ...

বেনাপোল প্রতিনিধি: অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে এবং পূনরায় চ...

image

জামিনে বেরিয়েই হুমকি! নিরাপত্তাহীনতায় রূপলালের পরিবার, থা...

রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত শ্বশুর-...

image

লালমনিরহাটে হাঁ ভোটের প্রচারণায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণ...

image

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণকালে প্রতিবন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করা...

  • company_logo