• রাজনীতি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বগুড়ায় আসছেন। তার আগমন ঘিরে নেতাকর্মীরা উজ্জ্বীবিত হয়েছেন। পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকরা মুখিয়ে আছেন। তার জনসভায় লাখের অধিক মানুষের সমাগমের আশা করা হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বগুড়া আসছেন। তার আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান বৃহস্পতিবার প্রথমে রাজশাহীতে আসবেন। ওই দিন দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছবেন। ঐতিহাসিক রাজশাহী আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। 

নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথিমধ্যে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য রাখবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি সজ্জিত করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, বগুড়ায় এসে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। 

এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীর পিতৃভূমিতে পা রাখবেন। সেখান থেকে আবারও হোটেলে ফিরে রাত্রিযাপন করবেন। পরের দিন ৩১ জানুয়ারি সকালে তিনি ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, তারেক রহমানের সফর আমাদের নতুন শক্তি দিচ্ছে। তিনি ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আবারও উন্নয়নের জোয়ার আনবেন। তারেক রহমানের সফরকে ঘিরে শুধু বিএনপি নয়; এর অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝেও নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। বগুড়ার সাধারণ মানুষের মধ্যেও এ সফর নিয়ে ব্যাপক কৌতূহল কাজ করছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতার সরাসরি উপস্থিতি দেখতে এদিন জনসভায় লাখের অধিক মানুষের সমাগম ঘটবে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বিএনপি চেয়ারম্যানের আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক সদস্যের সহযোগিতা চাওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: ত...

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র...

image

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ঐদিন আর নে...

পঞ্চগড় প্রতিনিধ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ...

image

নারায়ণগঞ্জকে দূর্নীতি ও মাদক মুক্ত করতে চাই: তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,...

image

দলের কেউ অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের ছায়া যাতে নিজের দ...

image

শ্রিংলার মন্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : ‘নির্বাচনে কারচুপি হলে জামায়াত ক্ষমতায় আসবে’ বা...

  • company_logo