ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সোনাহার এলাকায় এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আপনাদের, এখানে ভয় বা শঙ্কার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন। বিএনপি আপনাদের পাশে আছে, ছিল এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সোনাহার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা শেখ হাসিনাকে বারবার বলেছিলাম, এভাবে অত্যাচার-নির্যাতন করলে একদিন পালানোর পথ খুঁজে পাবেন না। আজ তিনি পালিয়ে বেঁচে গেলেও যারা আওয়ামী লীগ করতেন, তারা তো এই দেশেরই মানুষ— তাদের বাড়িঘর এখানেই। ফলে এখন তারা ভয় ও শঙ্কার মধ্যে রয়েছে।
বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কেউ কোনো ক্ষতির শিকার হবেন না। বিএনপি কখনো আপনাদের ছেড়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না।
তিনি আরও বলেন, বর্তমানে নতুন একটি দল মাঠে এসেছে, কিন্তু তরুণ প্রজন্ম ভালো-মন্দ বিচার করতে জানে। তারা বোঝে কোন দল পরীক্ষিত ও জনগণের পাশে থাকে। আমরা বহুবার নির্বাচনে অংশ নিয়েছি, হেরেছি তবুও আপনাদের ছেড়ে যাইনি। আমি নিজে ১৯৯১ সাল থেকে রাজনীতি ও নির্বাচনের সঙ্গে যুক্ত। বহুবার পরাজিত হয়েছি, কিন্তু মানুষের পাশেই ছিলাম।
ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও হিন্দু সম্প্রদায়ের মন্দির সংস্কার করা হবে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের হাতে কৃষি কার্ড এবং মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, এদেশে ম...
নিউজ ডেস্কঃ শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার ...
নিউজ ডেস্কঃ বিতর্ক সৃষ্টির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড ...
গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা শ...
নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুর বেগম রো...

মন্তব্য (০)