• লিড নিউজ
  • রাজনীতি

দলের কেউ অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের ছায়া যাতে নিজের দলে না পড়ে, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের নির্বাচনি জনসভায় দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, ‘দলের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তবে তাকে একচুলও রেহাই দেওয়া হবে না।’ সংসদ নির্বাচন উপলক্ষ্যে এদিন নিজের জেলা ঠাকুরগাঁওয়ে এক ম্যারাথন গণসংযোগে অংশ নেন তিনি।

বক্তব্যের শুরুতেই ফখরুল তির বিঁধেছেন পূর্বতন শাসকদলকে। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা বাড়িঘর দখল করেছে, জমি কেড়ে নিয়েছে। আমরা সেই পথে হাঁটতে চাই না। পরিষ্কার বলতে চাই - আমার দলের কেউ যদি দুর্বৃত্তায়ন করে, তবে আমাদের জানান, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। 

জুলাই আন্দোলনের পর দেশের ‘দমবন্ধ করা’ পরিস্থিতির অবসান হয়েছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মনে করিয়ে দেন, ওরা মামলাবাজি করেছে বলে আমাদেরও তা-ই করতে হবে- এমনটা ভাবা যাবে না। এটা ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ার লড়াই।

রাজনীতির দীর্ঘ পথচলায় ৭৮ বছর বয়সি এই নেতার কণ্ঠে এদিন ঝরে পড়েছে আবেগ। নিজের পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করার কথা মনে করিয়ে দিয়ে ফখরুল বলেন, বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন। এরপর আর সেই সুযোগ বা সময় থাকবে না। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার শেষ সুযোগটি আমাকে দিন। 

স্থানীয়দের উদ্দেশে মেঠো ভাষায় তার প্রশ্ন, ‘আপনারা কি আমাকে চেনেন না? নতুন করে কি মোক চেনাবা হবে?’ এই প্রশ্নে সভায় হাসির রোল উঠলেও উপস্থিত মানুষজন বলছেন, এর ভেতরে এক গভীর ‘আকুতি’ খুঁজে পেয়েছেন তারা।

জামায়াতের নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা এই মার্কাকে দেখেছি। তারা সেদিন পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল, এটি ঐতিহাসিক সত্য। বিএনপি পাঁচবার দেশ চালিয়েছে, আমরা পরীক্ষিত। ভোটারদের সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের সময় ফখরুল বলেন, আপনারা নিজেরা শক্ত হোন। প্রতিরোধের সাহস গড়ে তুলুন। নিজের ভোট যাকে খুশি তাকে দেবেন। সেখানে শঙ্খধ্বনি ও পুষ্পমাল্যে তাকে বরণ করে নেওয়া হয়।

কারাগারে থাকাকালীন নিজের অসুস্থ স্ত্রীকে দেখতে না দেওয়ার দুঃসহ স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীর অপারেশন হয়েছে, তাও আমায় মুক্তি দেয়নি। অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু মাথা নত করিনি।

ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে নিজ এলাকায় গণসংযোগে নামেন ফখরুল। ২৯ জানুয়ারি পর্যন্ত টানা সাত দিন তিনি নির্বাচনি মাঠে থাকবেন।

 

মন্তব্য (০)





image

শ্রিংলার মন্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : ‘নির্বাচনে কারচুপি হলে জামায়াত ক্ষমতায় আসবে’ বা...

image

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

নিউজ ডেস্কঃ আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তরুন প্রজন...

image

এদেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে অনেকে ফুসফাস করছে: ডা:...

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, এদেশে ম...

image

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সোনাহার এলাক...

image

‎শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক ...

নিউজ ডেস্কঃ শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার ...

  • company_logo