• শিক্ষা

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল, সেরা টিম ‘গ্রীন ডাই’

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা মানস গড়ে তুলতে আয়োজিত ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউট (আইএডিএস)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম ‘গ্রীন ডাই’।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএডিএসের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন্ট ডিরেক্টর ও মাইক্রোফাইবার লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর কৃষিবিদ ড. মো. কায়সার কামরুজ্জামান, অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ২৫০টি আইডিয়া থেকে পাঁচটি টিম বাছাই করা অত্যন্ত কঠিন ছিল। এজন্য তিনি বিচারকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাদের প্রস্তুত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরিশ্রম, ধৈর্য ও শিষ্টাচার ছাড়া সাফল্য আসে না।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো. কায়সার কামরুজ্জামান বলেন, উদ্যোক্তা তৈরির কাজ ছাত্রজীবন থেকেই শুরু হওয়া উচিত। কৃষির সঙ্গে তৈরি পোশাক শিল্পের সরাসরি সম্পর্ক রয়েছে। এই শিল্পের প্রধান কাঁচামাল তুলা হলেও অধিকাংশ তুলা আমদানি করতে হয়। তাই তুলা চাষ বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিযোগিতার তিনটি বাছাই পর্বে প্রায় ২৫০টি টিম অংশ নেয়। প্রাথমিকভাবে ১১টি টিম নির্বাচিত হলেও চূড়ান্ত পর্ব শেষে সেরা পাঁচটি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে কারিগরি কলেজে অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষ অবরুদ্ধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলিনগর কার...

image

সময় বদলেছে, বিদ্যালয় হয়েছে বহুতল-এখন প্রয়োজন পেশাদার ও প্...

গাজীপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার...

image

আজও সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্কঃ রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবি...

image

নতুন কর্মসূচি ৭ কলেজের শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক : সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি&...

image

‎রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ কর...

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর...

  • company_logo