• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে: ইসি আনোয়ারুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সব ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন শতভাগ আশাবাদী, এবার একটি ভালো নির্বাচন হবে।

‎বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা বলেন।

‎তিনি আরো বলেন, ‘ভালো নির্বাচন করতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা বিশ্বাস করি যে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে এবং এ প্রস্তুতি আরো জোরালো করা হবে।’

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত এ প্রশ্নের জবাবে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস এই দেশের প্রয়োজনে একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। একটা ভালো নির্বাচনের বিকল্প নেই। ভালো নির্বাচন না হলে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে যাব।’

‎ভালো নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কি পদক্ষেপ নিচ্ছেন- এ প্রশ্নের জবাবে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘প্রার্থীদের মধ্যে এখন কার মনোনয়ন টিকবে কার মনোনয়ন টিকবে না তা নিয়ে একটা টেনশনের মধ্য দিয়ে যাচ্ছে। যখন প্রার্থীগুলো ঠিক হয়ে যাবে, তখন ভোটাররাও কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে পারবে যে কোন প্রার্থীকে তারা পছন্দ করে। তখন দেখা যাবে ভোটারদেরও প্রার্থীভিত্তিক একটা মাইন্ড সেটাপ হয়ে যাবে। তখন নির্বাচনের পরিবেশ আরো স্থিতিশীল হবে, এটা আমার ধারণা। আর প্রার্থীরা যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তাদের উদ্দেশ্য পাশ করা, সুতরাং ভোটারদেরকে ম্যাক্সিমাম কেন্দ্রে আনার জন্য তাদের যে প্রচেষ্টা সেটার জন্য ভোটারের উপস্থিতির সংখ্যা বাড়বে।’

‎নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আইন শৃঙ্খলার বিষয়ে আমরা তিন বাহিনী, আনসার, পুলিশ, কোস্টগার্ড এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা খুব সতর্ক অবস্থানে আছে এবং অস্ত্র উদ্ধার ও দাগী আসামি- এগুলোর প্রতি তারা খুব কড়া নজরদারী রাখছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেন নতুন ইস্যু সৃষ্টি না হয় সে বিষয়ে ইসি খুব সতর্ক।’

‎ভোটাররা যাতে সুন্দর পরিবেশে ভোট দিতে আসতে পারেন তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিচ্ছেন-এ প্রশ্নের জবাবে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা বিশ্বাস করি যে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আর এ প্রস্তুতি আরো জোরালো করা হবে। সেন্টারগুলো যখন নির্ধারণ হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন যখন সেন্টার ভিত্তিক হয়ে যাবে এবং এরিয়া ভিত্তিক হবে, তখন আমাদের ভ্রাম্যমান আদালত, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি, ভিজিলেন্স টিম এবং আইনশৃঙ্খলার সেল এগুলো যখন সমান্তরালভাবে চলতে থাকবে তখন পরিবেশ আরো উন্নত হবে।’

‎নির্বাচনের পরিবেশ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শতভাগ আশাবাদী যে এবার একটা ভালো নির্বাচন হবে। আমরা আশাবাদী। আমাদের দৃঢ় বিশ্বাস দেশের প্রয়োজনে একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি। একটা ভালো নির্বাচনের বিকল্প নেই এদেশে। ভালো নির্বাচন না হলে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে যাব। এজন্য শতভাগ প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

‎নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বাসসকে বলেন, ‘ভিজিল্যান্স টিম গঠনসহ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন কমিটি গঠনের সার্কুলার দেওয়া হয়েছে। ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠনের গাইডলাইন আমরা দিয়ে দিয়েছি। তাদের কাজ কি হবে? তাদের রিপোর্টিং সিস্টেম কি হবে, সেটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে নির্বাচন মনিটরিং টিম কিভাবে গঠন হবে, সেটার ফরমেট দিয়ে দিয়েছি। তাদের কার্যপরিধি কি হবে? তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল কিভাবে গঠন হবে সেটাও আমরা সার্কুলারে বলে দিয়েছি। ৯ নম্বর পরিপত্র জারি করছি। রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র বাছাই শেষ করলেই তারা ওইদিকে মনযোগ দেবেন।’

‎ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠনের  বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন পূর্ব অনিয়ম রোধকল্পে বিভিন্ন কমিটি গঠন ও তাদের কার্যপরিধি বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-বিধিমালা ও প্রচলিত পদ্ধতি অনুযায়ী উক্ত নির্দেশনার আলোকে গঠিত কমিটিসমূহ দায়িত্ব পালন করবে।

‎নিরপেক্ষতা অক্ষুণ্নতা রাখা: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সকলের কাছে সমুজ্জ্বল ও সমুন্নত রাখার
‎লক্ষ্যে রিটার্নিং অফিসার হিসেবে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে:

‎(ক) বিশেষ কোন মহলের কোন প্রকার প্রভাব বা হস্তক্ষেপে নির্বাচনের নিরপেক্ষতা যাতে ক্ষুণ্ন না হয় তা আইন,
‎বিধিমালা ও আচরণ বিধিমালার আলোকে নিশ্চিত করতে হবে।

‎(খ) নির্বাচনের ন্যায় একটি সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এমন কোন কাজ করবেন না, যার দ্বারা তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় জনগণের নিকট হেয় প্রতিপন্ন হতে হয়। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধানকল্পে প্রতিটি কাজে আইন ও বিধির যথার্থ প্রয়োগ ও অনুসরণ করতে হবে।

‎(গ) জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে এলাকার জনগণের যৌথসভা অনুষ্ঠানের মাধ্যমে সকলকে ভোটদানে উদ্বুদ্ধ করতে হবে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগে যোগাযোগ রাখার ব্যবস্থা করতে হবে।

‎(ঘ) ভোটদানের জন্য ভোটারগণ যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই উদ্দেশ্যে নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ ইউনিটসমূহ কর্তৃক নিবিড় টহলদানের ব্যবস্থা করতে হবে।

‎(ঙ) ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং যে কোন প্রকার অশুভ কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে সদা সতর্ক থাকবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করতে হবে এবং

‎(চ) ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে নির্বাচনের পূর্বে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।

‎ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন: জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং উক্ত নিরপেক্ষতা যাতে জনগণের নিকট দৃশ্যমান হয় তা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত ছকে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বেসরকারি পর্যায়ে দল নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করতে হবে এবং অনুরূপভাবে উপজেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে নিম্নোক্তভাবে কমিটি গঠন করতে হবে।

‎রিটার্নিং অফিসারের সভাপতিত্বে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য হবেন অন্যান্য বিভাগের প্রতিনিধি (প্রয়োজন মোতাবেক) ও বেসরকারি পর্যায়ের দল নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎সহকারী রিটার্নিং অফিসারের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ও মেট্রোপলিটন (থানা) এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য হবেন অন্যান্য বিভাগের প্রতিনিধি (প্রয়োজন মোতাবেক) ও বেসরকারি পর্যায়ের দল নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কার্যপরিধিঃ (ক) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না বা ভঙ্গ হচ্ছে কি না বা ভঙ্গ হওয়ার আশংকা রয়েছে কি না তা সরেজমিনে পরিদর্শন।

‎(খ) নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি ব্যয় বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় করেছে কি না অথবা অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করছে কি না তা সরেজমিনে পরিদর্শন।

‎(গ) আচরণ বিধিমালা ভঙ্গের কোন বিষয় নজরে আসা মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ অথবা নির্বাচনি তদন্ত কমিটি (ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)-কে জানানো।

‎(ঘ) নির্বাচনি বিধি-নিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ দায়ের করা। প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্ভূত সমস্যাবলী তাৎক্ষণিকভাবে নিরসনের পরামর্শ প্রদান।

‎(ঙ) প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্ট বা তাঁদের পক্ষে অন্য কেউ আচরণ বিধিমালার কোন বিধি ভঙ্গ করলে বা ভঙ্গ করার চেষ্টা করলে বা বিধিমালার কোন বিধি বিশেষ করে নির্বাচনি ব্যয় সংক্রান্ত বিধি-বিধান (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪ক) যথাযথভাবে প্রতিপালন না করলে তাৎক্ষণিকভাবে প্রার্থী বা তাঁর প্রতিনিধি বা সংশ্লিষ্ট কমিটি বা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা প্রযোজ্য ক্ষেত্রে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা।

‎(চ) কমিটির সদস্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন একীভুত করে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সার্বিক পরিস্থিতির ওপর প্রতিদিন পূর্ণাঙ্গ প্রতিবেদন রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে প্রেরণ।

‎(ছ) রিটার্নিং অফিসার কর্তৃক তাৎক্ষণিকভাবে বিধিমতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বা টিম কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবস্থা নেয়া।

মন্তব্য (০)





image

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজ...

image

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

নিউজ ডেস্ক : দেশের যেসব অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্র...

image

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শ...

image

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ...

image

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ৩ দিনে ইসিতে ২৯৫ আপিল

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক ...

  • company_logo