• লিড নিউজ
  • জাতীয়

‎ই-ভ্যাট সিস্টেম চালু, সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড: এনবিআর চেয়ারম্যান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কাগজ নির্ভরতা ও করদাতাদের ভোগান্তি দূর কমানোর জন্য অনলাইনের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট ফেরতের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকালে ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড সিস্টেম উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কথা বলেন।

‎এসময় তিনি জানান, এ সিস্টেম চালু করার ফলে করদাতাদের আর ভ্যাট অফিসে যেতে হবে না। এতে হয়রানি কমবার পাশাপাশি গতি বাড়বে রিফান্ড প্রক্রিয়ায়। ই-ভ্যাট সিস্টেমে জমা থাকা তথ্যের ভিত্তিতে এনবিআরের কর্মকর্তারা সহজেই ব্যবসায়ীদের প্রাপ্য রিফান্ড করতে পারবে। তবে এর জন্য ব্যবসায়ীদের অনলাইনে আবেদন করতে হবে।

‎সে প্রেক্ষিতে সরাসরি ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। আয়কর ও কাস্টমস শুল্কসহ অন্যান্য করের রিফান্ডও ধাপে ধাপে এ অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানিয়েছে এনবিআর।

‎এছাড়াও এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আগামী অর্থবছর থেকে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।’

মন্তব্য (০)





  • company_logo