• বিনোদন

১৫০ দেহরক্ষী প্রসঙ্গে যা বললেন তানিয়া মিত্তাল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতীয় রিয়েলিটি শো বিগ বস-১৯-এ তৃতীয় রানার-আপ হন তানিয়া মিত্তাল। শো চলাকালীন ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি তিনি একতা কাপুরের কাছ থেকে অভিনয়ের একটি কোর্সও সম্পন্ন করেন। রিয়েলিটি শো শেষ হওয়ার পর  শিগগিরই তাকে দেখা যাবে অভিনয়ে বলে জানিয়েছেন তিনি।

এদিকে অদ্ভুত সব দাবি ও আচরণের কারণে এবারের বিগ বস-১৯ আসরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তানিয়া মিত্তাল। শো চলাকালীন তিনি দাবি করেছিলেন— তার ১৫০ জনেরও বেশি দেহরক্ষী রয়েছে এবং শুধু বাকলাভা খাওয়ার জন্য তিনি ছুটে যান দুবাইয়ে। এমন সব মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় নেটিজেনদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা। সম্প্রতি সেই বিতর্কিত বক্তব্য নিয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন তানিয়া মিত্তাল।

বিগ বস শেষ হওয়ার পর নিজের শহর গোয়ালিয়রে ফিরে যান তিনি। সম্প্রতি নিউজ পিঞ্চ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নিজের কারখানার একটি অংশ ঘুরে দেখান তানিয়া মিত্তাল। সেখানেই উঠে আসে তার সবচেয়ে আলোচিত মন্তব্য—১৫০ জন বডিগার্ড থাকার দাবি।

তানিয়া মিত্তাল বলেন, তিনি কখনই এমন কোনো দাবি করেননি। আমি কখনো বলিনি যে আমার ১৫০ জন দেহরক্ষী আছে। ইন্টারনেটে এমন একটি ক্লিপও নেই, যেখানে আমাকে এ কথা বলতে শোনা গেছে। এসব বানানো গল্প।

তানিয়া বলেন, আমার একটি পোশাক কারখানা, একটি ফার্মা কারখানা এবং একটি উপহারের কারখানা রয়েছে। তবে সত্যি বলতে— আমি সব কিছু দেখাতে চাই না। বাড়ি বা কারখানা ঘুরিয়ে দেখানোর প্রয়োজন বোধ করি না। কারণ আমি কখনো মিথ্যা বলিনি। জেইশান (কাদরি) বিষয়টি নিয়ে মজা করছিল।

তিনি বলেন, আমি তাকে বলেছিলাম, আমার ১৫০ জনের বেশি কর্মী রয়েছে, আর সে মজা করে তাদের দেহরক্ষী বলেছে। তিনি আরও বলেন, ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থা তার রয়েছে ঠিকই, তবে সেটি বহু বছর ধরেই চালু এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যার বিষয় নেই।

মন্তব্য (০)





image

কাজে সিরিয়াস থাকলেও আরশ অনেক দুষ্টুমি করে: সুনেরাহ

বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আ...

image

স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। দক্ষ...

image

রাজেশ খান্নার ‘আশীর্বাদ’ বাংলো কিনতে চেয়েছিলেন সালমান

বিনোদন ডেস্ক : ১৯৬৯ থেকে ১৯৭২—এই সময়ের মধ্যে টানা ১৫টি একক হিট সিন...

image

‎দেশাত্মবোধক গানে একাধিক সম্মাননা পেলেন সারাব আজমান

বিনোদন প্রতিবেদকঃ আমেরিকায় অধ্যয়নরত তরুণ কণ্ঠশিল্প...

image

পিয়া বিপাশার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ

বিনোদন ডেস্ক : ঢালিউডের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা রুদ্র দ্য গ্যাংস্টা...

  • company_logo