ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মোতালেব হোসেন (৪২)। গ্রেফতারকৃতদের বিস্ফোরক মামলার আসামী হিসেবে দুইজনকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে মাদকের বিশেষ অভিযানে শুক্রবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের এলাকা থেকে শ্রী রতন সরকার (২৭) নামের একজন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটকৃত রতন সরকার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের নরেন সরকারের ছেলে। আটককৃত রতন সরকারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছয় মাসের সাজা প্রদান করেছে। আটকৃতকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগােও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল লতিফ।
থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানও অব্যাহত রাখার কথা জানান ওসি।
বগুড়া প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জে...
নিউজ ডেস্কঃ চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়...

মন্তব্য (০)