ফাইল ছবি
নিউজ ডেস্ক : রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সাময়িক বিরতি দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় স্বর্ণের দাম সামান্য কমেছে। দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেও পরে তা কিছুটা নেমে আসে। একইভাবে রেকর্ড র্যালির পর রুপা ও প্লাটিনামের দামেও সংশোধন দেখা গেছে।
স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯.৩৮ ডলারে লেনদেন হয়। সেশনের একপর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৫২৫.১৮ ডলারে উঠেছিল, যা ছিল সর্বকালের সর্বোচ্চ। অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২.৮ ডলারে নেমে আসে।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড দামের পর বাজারে স্বাভাবিক সংহতি ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি জানান, নিম্ন সুদের হার ও বৈশ্বিক অনিশ্চয়তার সময় স্বর্ণের চাহিদা সাধারণত শক্তিশালী থাকে।
মার্কিন অর্থনীতিতে সুদ কমার প্রত্যাশাও স্বর্ণবাজারকে সমর্থন দিচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাজার পরিস্থিতি ভালো থাকলে তিনি এমন একজন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাতে আগ্রহী হবেন। চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে তিন দফা সুদ কমিয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী বছর আরও দুই দফা সুদ কমতে পারে।
এদিকে রুপা সর্বকালের সর্বোচ্চ ৭২.৭০ ডলার স্পর্শ করার পর কিছুটা কমলেও শেষ পর্যন্ত ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১.৯৪ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে। শক্তিশালী মৌলিক কারণের প্রভাবে এ বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে, যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।
প্লাটিনাম সেশনে একপর্যায়ে প্রতি আউন্স ২ হাজার ৩৭৭.৫০ ডলার পর্যন্ত উঠলেও পরে মুনাফা তুলে নেওয়ার চাপ বাড়ায় ২.৪ শতাংশ কমে ২ হাজার ২২০.৪৪ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়াম তিন বছরের সর্বোচ্চ স্পর্শ করার পর ৯ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩.৫৮ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা,১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
নিউজ ডেস্ক : তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন ম...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় এক তাৎ...
নিউজ ডেস্ক : লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্...
নিউজ ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬.১ মাত্র...
নিউজ ডেস্ক : পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ ন...

মন্তব্য (০)