ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
এর আগে একই দিন সন্ধ্যায় জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুরের সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইনের স্বাক্ষরিত পত্রে এই নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ সময় তার স্ত্রী তুহিনা আক্তার শিউলিও বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন এমন একটি ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) রাতে মেলান্দহ উপজেলার গোবিন্দী খানবাড়ী এলাকায় দোয়া মাহফিলের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে তার স্ত্রী তুহিনা আক্তার শিউলি বক্তব্য প্রদান করেন।
ওই বক্তব্যে তিনি ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী প্রচারণামূলক কথাবার্তা বলেন।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, উক্ত কর্মকাণ্ডের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘিত হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তিনি যে দলেরই হোন না কেন অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত মারিয়া ইশরাত...
জামালপুর প্রতিনিধি : তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন করে...
পাবনা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযান চ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত চাঞ্চল...

মন্তব্য (০)